করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ফের জুলাই থেকে ফ্লাইট চালু করতে যাচ্ছে তার্কিশ এয়ারলাইন্স। ঢাকা থেকে ফ্লাইট চালু করতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করেছে এয়ারলাইন্সটি। প্রাথমিক ভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে তারা।
তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বলেন, ১ জুলাই থেকে আমরা ফ্লাইট শুরু করতে যাচ্ছি । ঢাকা থেকে তুরস্ক হয়ে ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা যেতে পারবেন।
ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সও। প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট চালাবে এয়ারলাইন্সটি। ২১ জুন থেকে ফ্লাইট শুরু করবে এই এয়ারলাইন্সটি। জানা গেছে, এমিরেটস ঢাকা থেকে ইউএই’র নাগরিক এবং অন্যদেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে। দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তাম্বুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা ও ওয়াশিংটন ডিসি , লন্ডন হিথ্রো , ম্যানচেস্টার, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকং যেতে পারবেন। যাত্রীরা যেদেশে যাবেন সেদেশের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ হাতে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ শুরু হয়। ৮৬ দিন পর স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে ১৬ জুন থেকে সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতারে (ট্রানজিট) আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়। কাতার এয়ারওয়েজে ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পায়।