কুমিল্লা প্রতিনিধি: জীবিকার তাগিদে ঋণের বোঝা নিয়ে প্রবাসে পাড়ি দেয়া সংবাদকর্মীর পরিবারের পাশে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রবাসী এই সাংবাদিক রমজানে সৌদি আরবে যাত্রা করেন। প্রথম মাসে বেতন দেয়নি কোম্পানি। ভদ্রতার খাতিরে তার এই সমস্যার কথা বলতেও পারেনি কাউকে।
এই সাংবাদিক টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। নিউজ ২৪ চ্যানেলের হুমায়ূন কবির জীবনের সাথে কিছুদিন কাজ করেছেন এছাড়াও কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করতেন তিনি।
ঈদের কয়েকদিন আগে বিষয়টি বুঝতে পারেন টিসিএ কুমিল্লার সাধারন সম্পাদক তৌহিদ খন্দকার তপুসহ অন্যান্যরা। সদস্যরা তাদের অর্থায়নে সামান্নটুকু আর্থিক সহায়তা করেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি সোহাগ(৭১টিভি), সাধারণ সম্পাদক তৌহিদ খন্দকার তপু ও প্রচার সম্পাদক রাফে। টিসিএ কুমিল্লার সদস্য হিসেবে এটা তার প্রাপ্য।
তৌহিদ খন্দকার তপু জানায়, এখানে কাউকে ছোট করে দেখা হয়নি। আগামীতে কমিটির যেকেউ অসুস্থ হলে সবাই এভাবেই এগিয়ে আসবে। আমি শুধু এই উদ্যোগটি নিয়েছি। সফল করেছেন আমার অন্যান্য সহকর্মীরা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সাংবাদিকরা সকল কাজ করেন চাঁদাবাজি করে এমন ধারনা সাধারন মানুষদের পরিবর্তন করতে আমাদের এই উদ্যোগ। সিনিয়র সাংবাদকদের দেখানো পথে হাটছে টিসিএ কুমিল্লা। আমি দিক নির্দেশনা দেয়ার জন্য টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন ও রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক সুমন কবির ভুইয়া ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মহৎ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটি।