ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে নিজ জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সৌদির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
গত শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেতজ-এ প্রকাশিত এক খবরে বলা হয়, ‘ইসরায়েল বংশোদ্ভূত আমেরিকান বিলিয়নার হেইম সাবানকে সৌদি যুবরাজ মুহাম্মাদ বলেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে আমিরাত ও বাহরাইনের সঙ্গে তিনি যুক্ত হতে পারবেন না; কারণ স্বাভাবিক সম্পর্ক তৈরি হলে ইরান, কাতার ও নিজ লোকদের হাতে তিনি নিহত পারেন।’
ওয়াশিংটনের ব্রুকিং ইনস্টিটিউশনে দ্য সাবান সেন্টার ফর মিডল ইস্ট পলিসি প্রতিষ্ঠা করেন হেইম সাবান। গত ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে অনুষ্ঠিত ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ডেমক্রেটদের একজন ছিলেন তিনি।
Drop your comments: