বাংলা এক্সপ্রেস ডেস্কঃ “মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার যে চক্রান্ত চলছে তা জাতি প্রতিহত করবে। স্বাধীনতার ঘোষক জিয়ার অবধান মুছে ফেলার ক্ষমতা জনগণ কাউকে দেয়নি। জাতির হৃদয়ে গেঁথে আছেন জিয়া আর থাকবেন সারাজীবন।”
উপরোক্ত কথাগুলো বলেন আরব আমিরাত বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকির আলোচনা সভার অতিথিরা।
গতকাল শুক্রবার (১১ জুন) শারজাস্থ এক রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মাধ্যমে দেশ থেকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ খন্দকার মোশাররফ হোসেন।
আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদারের উপস্থাপনায় ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রধান বক্তা হিসেবে অংশ নেন সৌদি আরব থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদিস্য আহমদ আলী মুকিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। এছাড়াও আমিরাত বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।