অনলাইন ডেস্ক: দেশজুড়ে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকার পরও জিম্বাবুয়েতে মারাত্মক আকারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে হামে আক্রান্ত হয়ে অন্তত ৬৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটারে এক পোস্টে জানায়, এখন পর্যন্ত দেশে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪ জন, যার মধ্যে ৬৮৫ জন মারা গেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর এক দিনে ১৯১ জন নতুন শনাক্ত হয়েছে এবং ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হামে আক্রান্ত হয়ে সাধারণত ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষ করে ওই সব শিশু, যারা হামের টিকা নেয়নি। দেশটিতে অনেক অভিভাবক ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুদের টিকা প্রদান থেকে বিরত থাকেন বলে গত মাসে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া।
এমনকি এ কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করা হচ্ছে। এসব বৈঠকের মাধ্যমে তাঁরা শিশুদের টিকা প্রদানে ধর্মীয় নেতাদের সচেতন ও উৎসাহিত করতে পারেন বলেও জানান তথ্যমন্ত্রী।