আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি মুক্তি পান।
এদিন দুপুর ১টায় কেন্দ্রীয় কারাগারের একটি টিম হাজী সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালযয়ে (বিএসএমএমইউতে) যান। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে হাজী সেলিমকে বুঝিয়ে দেন। সরিয়ে নেয়া হয় কারা পুলিশের নিরাপত্তা।
জামিনে মুক্তি পেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল ছাড়েননি সরকার দলীয় এ সংসদ সদস্য। কিছুক্ষণের মধ্যে হাসপাতাল ছাড়ার কথা রয়েছে তার।
গেলো বছরের ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে হাজী সেলিমকে আপিলের অনুমতি দেয়া হয়।
Drop your comments: