সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য ৮ জনকে দায়ী করে চূড়ান্ত রায় ঘোষণা করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন। সোমবার (০৭ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। খবর আলঅ্যারাবিয়ার।
খবরে বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৫ জনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিন হত্যাকারীকে সাত থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন। নিজের বিয়ের কাগজপত্র আনতে তিনি সেখানে গিয়েছিলেন।
সৌদি কর্তৃপক্ষ প্রথম দিকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। পরে তারা স্বীকার করে যে, এটা এক দল সৌদি দুর্বৃত্তের কাজ। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় অ্যাসিডে। হত্যার প্রায় ২ বছর হতে চললেও তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি।