
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির অস্ত্রোপচার পরিচালনা করছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, সকাল সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন চলছে। এখন ভেতরের খবর পাওয়া যাবে না। কমপক্ষে পাঁচ ঘণ্টা সময় লাগবে।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্তের পক্ষে ডা: শফিকের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, দেশের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
এছাড়া দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।