জাপানে ছুরি ও বন্দুক হামলায় পুলিশসহ চারজন নিহত হয়েছে। জাপানের নাগানো প্রশাসনিক অঞ্চলে ছদ্মবেশে এক ব্যক্তি এই হামলা চালায়।
বিবিসি জানিয়েছে, নাগানো প্রিফেকচার অঞ্চলে অভিযুক্ত আততায়ী একজন নারীকে ছুরিকাঘাত করে হত্যা করে। স্থানীয়রা পুলিশকে ফোন করলে জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থলে যায়। তখন হামলাকারী পুলিশ সদস্যদের ওপর একটি হান্টিং রাইফেল দিয়ে গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য নিহত এবং একজন আহত হন।
সন্দেহভাজন ব্যক্তির নাম মাসানোরি আওকি, সে একজন স্থানীয় রাজনীতিবিদের ছেলে। তার বয়স ৩১ বছর। হামলাকারী আততায়ীকে আটক করে একটি অফিসে রাখা হয়। তার উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি কেন মহিলাকে ছুরিকাঘাত করেছিলেন জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, আমি তাকে হত্যা করেছি কারণ আমি চেয়েছিলাম।
এরপর ঘটনাস্থল থেকে চতুর্থ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। চতুর্থ ব্যক্তি একজন বয়স্ক মহিলা তবে তিনি কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। গতবছর জুলাইয়ে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।