আগামী জানুয়ারির মধ্যে ডলারের সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এলডিসি উত্তরণ বিষয়ক সেমিনারে গভর্নর এ মন্তব্য করেন। বলেন, এলসি খুলতে কোনো ব্যবসায়ীকে বিরত রাখা হচ্ছে না। এলসি কার্যক্রম তদারকি করা হচ্ছে। বিনিয়োগ টানতে ব্যাংক ঋণের সুদ হার কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। উচ্চ সুদ হার বিনিয়োগকে বাধাগ্রস্থ করে বলে এ সময় উল্লেখ করেন গভর্নর।
সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নত বাংলাদেশ গড়ার কারিগরদের সম্মান জানাতে হবে। আর এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ব্যবসা-বাণিজ্য পরিচালনার খরচ কমিয়ে আনার আহ্বান জানান। বলেন, ব্যবসা-বাণিজ্য বাড়লে কাজের সুযোগও তৈরি হয়।