আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল জেরুজালেম। সোমবার এক ফিলিস্তিনির জানাজাকে কেন্দ্র করে ছড়ায় উত্তাপ। গত মাসে আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ মে) মৃত্যু হয় তার।
বাদ মাগরিব তার জানাজায় অংশ নেন হাজারও ফিলিস্তিনি। মরদেহ নিয়ে বিক্ষোভ করেন তারা। আগে থেকেই মোতায়েন ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তাদের দাবি, তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা, ফোটায় আতশবাজি। এতে আহত হয় ৬ পুলিশ সদস্য। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী, ছড়ায় ব্যাপক সংঘাত।
এ ঘটনায় আটক করা হয়েছে কমপক্ষে ১৫ জনকে। জেরুজালেম ও পশ্চিম তীরে সম্প্রতি ইসরায়েলের অভিযান ঘিরে আরও বেড়েছে উত্তেজনা। চলতি বছর ইহুদি বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে ৪৩ ফিলিস্তিনির।