আগামী সংসদ নির্বাচনে তিনশো আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এ কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে বৈঠক করেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল। সারা দেশে রয়েছে নেতাকর্মী। তাই, সব আসনে একক প্রার্থী দেয়ার কাজ চলছে বলেও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
এর আগে, বৃহস্পতিবার তিন দিনের সফরে লালমনিরহাটে যান জিএম কাদের।
Drop your comments: