জাতিসংঘের প্রস্তাব ও স্থানীয় মানুষের প্রত্যাশা মেনে কাশ্মীর সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ান এমনটি বলেন। এদিকে কাশ্মীর ইস্যুতে এরদোয়ানের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ভারত।
ভাষণে এরদোয়ান বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতার জন্য কাশ্মীরে সংঘাত একটি জ্বলন্ত ইস্যু । জাতিসংঘের প্রস্তাব ও বিশেষ করে কাশ্মীরের মানুষের প্রত্যাশা মেনে সমস্যার সমাধান করার পক্ষে আমরা।
জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি এরদোয়ানের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, জম্মু কাশ্মীর নিয়ে আমরা তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য শুনেছি। এগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এটি নিয়ে কথা বলা পুরোপুরি অগ্রহণযোগ্য।
গত এক বছরে পাকিস্তানের মিত্র দেশ তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে বহুবার বেশ কয়েকবার কাশ্মীর ইস্যু তুলেছে। তবে ভারত বারবার এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করছে। গত সপ্তাহে কাশ্মীর ইস্যুতে কথা বলায় তুরস্ক, পাকিস্তান এবং ওআইসি-র নিন্দা করেছিল ভারত।