জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদানে বাংলাদেশের কোনও অর্জন নেই। মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে রোহিঙ্গা সংকট সমাধান না করে পশ্চিমা বিশ্বের সহমর্মিতা পেতে চায় সরকার।
কৃষকদলের নবগঠিত আংশিক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন মির্জা ফখরুল।
এসময় যুক্তরাষ্ট্র সফরে বিএনপি চেয়ারপরসনের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশের গনতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনও কথা বলেননি।
মির্জা ফখরুল ইসলাম আশাবাদ প্রকাশ করেন, আন্দোলন ও গনঅভ্যুত্থানে ভূমিকা রাখবে কৃষকদলের নেতৃবৃন্দ।
Drop your comments: