ঢাকা সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য এবং মানবাধিকার বিষয়ক সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মঙ্গোভেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চারজন তরুণ নেতা।
বুধবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিএনপি নির্বাহী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল ও মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য আবরার ইলিয়াস।
বৈঠক থেকে বেরিয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দেশের মানবাধিকার বিষয়টি আমরা তাদের কাছে ব্যাখ্যা করেছি।’
শামা ওবায়েদ বলেন, ‘প্রতিনিধি দল চারদিন ধরে বাংলাদেশে আছেন। তারা ইতোমধ্যে দেশের সুশীলসমাজ, মানবাধিকার কর্মীসহ অনেকের সঙ্গে কথা বলেছেন। তারই অংশ হিসেবে আমাদের সঙ্গে আজকে তাদের কথা হয়েছে।’