জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জানান, জলবায়ু পরিবর্তনের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১৪৮টি দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হয়েছে। এই অবস্থায় সচেতন না হলে সরকারের একার পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন।
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার স্বাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে যা যা করা দরকার, সরকার সবই করবে।
Drop your comments: