আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: শাহিদুল ইসলাম (শাহিদ) নামের এক ব্যক্তির অত্যাচারে অতিষ্ট সাংবাদিকের পরিবার। পৈত্রিক সূত্রে প্রাপ্ত এক সাংবাদিকদের প্রায় ৪০ বছর ভোগ দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা খুন জখমসহ বিভিন্ন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত তদন্তপূর্বক সহকারী কমিশনার(ভূমি) কে তদন্ত প্রতিবেদক দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া ২য় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কাটিয়া মৌজায় জেএল ৯৪/১১ মধ্যে এস এ ১৪৫/১, বি.আর.এস ২১৫৯ নং খতিয়ানে লিখিত সাবেক ২২০৯ দাগের আইন্ডেটিক্যাল হাল ৪২০৩ দাগের লিখিত ০.১৬ একর ভূমির ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ তার মা এবং একমাত্র বোন আফরোজা পারভীন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। কিন্তু সম্প্রতি কাটিয়া সরকার পাড়া গ্রামের মৃত কমর উদ্দীন (প্রফেসর) এর পুত্র ভূমিজালিয়াতি চক্রের হোতা এসএম শাহিদুল ইসলাম (শাহিদ)সহ তার সহযোগীরা অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। এর জের ধরে গত ১১ সেপ্টেম্বর ২২ তারিখে শাহিদসহ তার সহযোগীরা ভাড়াটিয়া লোকজন দিয়ে আব্দুল্লাহ আল মামুনের সম্পত্তি দখলের উদ্দেশ্যে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াসহ গাছপালা কাটাও ভাংচুরের চেষ্টা করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যাওয়ার সময় সাংবাদিক মামুন এবং তার পরিবাররে সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এখানে তোর কোন পথ নেই বলে হাকিয়ে দেয়। এঘটনায় সাংবাদিক মামুনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়াও শাহিদের বিরুদ্ধে ল্যান্ডসার্ভে আদালতে ২০৬৯/২১ নং মামলা রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মামুন বলেন, উল্লেখিত শাহিদুল ইসলাম (শাহিদ)সাতক্ষীরার চিহ্নিত জমির দালাল। তার বিরুদ্ধে দালালিসহ বিভিন্ন মামলাও রয়েছে। ওই দালাল শাহিদুলের অত্যাচারে আমার পরিবারটি অতীষ্ট হয়ে উঠেছে। তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। সঠিক তদন্তপূর্বক ওই পর সম্পদলোভী শাহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক পরিবার।