জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আরব আমিরাতের শারজাহ শাখা জনতা ব্যাংক।
শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দােয়া মাহফিল।
এ অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড শারজাহ শাখার ব্যব্স্থাপক মোহাম্মদ শওকত আকবর ভূঁইয়া, বাংলাদেশের স্বপ্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও, দৈনিক সাতকাহনের প্রকাশক মোহাম্মদ আমিনুল হাসান লিটন, শারজাহ শাখা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, আজমান শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, ইউএই শাখা আওয়ামীলীগের প্রধান উপদেষ্ঠা আইয়ুব আলী বাবুল, বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইউএই শাখার সভাপতি আরশাদ হোসেন হিরু, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ শাখার সাবেক সভাপতি আমির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ দুবাই শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম, শারজাহ শাখা আওয়ামীলীগের সভাপতি জিএম জায়গীরধার, উম্ম আল কোয়াইন শাখা আওয়ামীলীগের সভাপতি সবুজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মো: সেলিম, শারজাহ শাখা ইউএই’র দ্বিতীয় কর্মকর্তা মো: ইসরাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক শারজাহ শাখার কর্মকর্তা এস এম নূরুল ইসলাম, সুলতান আহমেদ, নাজমুল আলম, মাহবুব হোসেন, ফাসিল, নাসরিন, শারমিন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর নাতিদীর্ঘ আলোচনায় অংশ নেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।