রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা। ৮ মার্চ দুবাই এক্সপোর আনুষ্ঠানিক প্রোগ্রামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া দুবাইয়ের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
Drop your comments: