তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জের আদমপুর ইউপি মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
ছেলে জহির ইসলাম (২৮) এর শাবলের আঘাতে নিহত পিতা আব্দুল গফুর (৬০) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ সময় ছেলের শাবলের আঘাতে গুরুতর আহত হন মা হাসতন নেছা (৪৫)।
আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
জানা যায়, রোববার রাতে মা বাবার সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় ছেলে জহিরের। এক পর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথাসহ শরীরে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১ টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করলে মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। আহত মা কে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক ছেলে জহির মাদকাসক্ত বলে স্থানীয় সূত্রে জানা যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক ঘাতক ছেলেকে ধরতে পুলিশ কাজ করছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।