ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইয়াসির ইনান।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে মাজহারুল করিমকে সভাপতি ও তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজীবুল ইসলাম। এই কমিটির সাধারণ সম্পাদক সজল কুণ্ড।
এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম ঢাবির সাবেক সভাপতি ছিলেন। আর ওয়ালি সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি বরিশাল সদরে।
সবশেষ ২০১৮ সালের ১১ ও ১২ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তাঁরা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। পরে ২০২০ সালের শুরুতে মূল দায়িত্ব পান।