জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ও প্রথম সভাপতি অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ মারা গেছেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একদিন পর বুধবার (৭ জুলাই) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ছাত্রদল।
সংগঠনের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতো এতো বৃহৎ সংগঠনের প্রথম সভাপতি হিসেবে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যদিয়ে সংগঠনকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে খন্দকার এনামুল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংগঠনটির দেশব্যাপী বিস্তার ও ক্রমবিকাশে এনামুল করিমের তাৎপর্যপূর্ণ অবদান অনস্বীকার্য উল্লেখ করে ছাত্রদল বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার মৃত্যুসংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর জন্য বিষাদের এক সিন্ধুসম। তার মৃত্যু বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অভাবনীয় ক্ষতি; এই ক্ষতি, এই অনুপস্থিতি, এই মৃত্যু কোনওদিন পূরণ হওয়ার নয়।