প্লেনের টিকেটের চড়া দামের কারনে বাহরাইন যাওয়া হল না মাহবুব আলমের। নোয়াখালীর বাসিন্দা মাহবুব কাজ করেন বাহরাইনে। করোনা মহামারীর কারণে দেশে ফিরে আটকে পড়েন।এখন বিমান চলাচল শুরু হলেও টিকেট কাটতে গিয়ে হতাশ হতে হল তাকে।
মাহবুব বলেন, “আমার কাছে একজন ট্রাভেল এজেন্সি বাহরাইনের টিকিট পাওয়া যাচ্ছে না বলে এয়ার এরাবিয়ার টিকিট সংগ্রহ করে দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা চেয়েছে। “কিন্তু এত দামে টিকিট কেনা সম্ভব নয় বলে কেনা হয়নি, আর বাহরাইনে যেতেও পারিনি।”
এর মধ্যে তার ভিসার মেয়াদও ফুরিয়ে গেছে। অথচ কয়েক বছর আগেও গালফ এয়ারে ৩৫ হাজার টাকায় বাহরাইন যেতেন বলে আক্ষেপ করেন এই প্রবাসী।
মাহবুবের মতো লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি করোনা মহামারীর মধ্যে দেশে এসে ফিরতে গিয়ে এখন উড়োজাহাজের টিকেট নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। কোনো কোনো দেশে ফ্লাইট চলছে না, যেগুলোতে চলছে, সেগুলোতে টিকেট পাওয়া দুষ্কর, আবার পেলেও দিতে হচ্ছে চড়া দাম।
উৎসঃ এভিয়েশন নিউজ