চুয়াডাঙ্গা প্রতিনিধ: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা দুটি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
চুয়াডাঙ্গা দুটি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলো, চুয়াডাঙ্গা ১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোযাদ্দার সেলুন এবং চুয়াডাঙ্গা ২ আসনের জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ আলী আজগার টগর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন। তারা দুজনেই ২০০৮.২০১৪.২০১৮ সালে আওয়ামী লীগেরমনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা দুটি আসন থেকে প্রায় তিন ডজন নেতা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন,তবে মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে সকল প্রকার যাচাই বাছাই শেষে আগের প্রার্থীদের উপর আস্থা রেখে নাম ঘোষণা করেছেন। বিগত কিছুদিন ধরেই জেলা জুড়ে আলোচনার প্রধান বিষয় ছিল কে পাচ্ছেন চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের মনোনয়ন চায়ের দোকান গুলোতে উঠছিল আলোচনার ঝড়, কিন্তু সকল প্রশ্নের জবাব পাওয়া গেলো আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষনার মধ্য দিয়ে।