আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গতকাল রবিবার বিকালে জীবননগর সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় আতিয়ার রহমানকে সভাপতি এবং ফয়সাল মাহাতাব মানিককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম। কমিটির অন্যরা হলেন, চাষি রমজান (সহসভাপতি), মুতাছিন বিল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক), আসিম সাঈদ (দপ্তর সম্পাদক), বশির আহমেদ (অর্থ বিষয়ক সম্পাদক), আমিনুর রহমান নয়ন (সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), ফেরদৌস ওয়াহিদ (প্রচার, প্রকাশনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)। এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য পদে রয়েছেন শেখ শহিদ, নূর আলম, জাহিদুল ইসলাম মামুন, আহাম্মদ সগীর এবং ডি এম মতিয়ার।