চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধ: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানকালে অদ্য ০৯.০২.২০২৪ খ্রি: বিকাল ৫:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন হায়দারপুর তালবাগান মোড় গ্রামস্থ জনৈক মোঃ বছির এর বাড়ির সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ সড়কের উত্তরস্থ পাকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ স্বপন (৩২), পিতা-মৃত খাদেম হোসেন, সাং-ছয়ঘড়িয়া মাজপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Facebook Comments Box
Share: