অনলাইন ডেস্কঃ হবিগঞ্জস্থ চুনারুঘাট উপজেলার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ আর্ত-মানবতার সংগঠন চুনারুঘাট প্রবাসী গ্রুপ এর অর্থায়নে ৫৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে চাল, ডাল, খেজুর, মুড়ি, আলু, এবং চনাবুট। চারটি টিমের মাধ্যমে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ৭ মে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইফুর রহমান মাস্টারের পরিচালনায়, এতে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, বিশেষ অতিথি ছিলেন ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সামসুন্নাহার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী,
এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রবাসী গ্রুপের যুগ্ন-আহবায়ক হোসাইন আহমেদ মির্জা, যুগ্ন-আহবায়ক মীর রাজিব, স্থানীয় সাংবাদিকবৃন্দ , এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ সহ, প্রবাসী গ্রুপের সেচ্ছাসেবকবৃন্দ।
বক্তারা বলেন এই দুর্যোগ মুহূর্তে প্রবাসীরা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সত্যিই প্রশংসনীয় উদ্যোগ, তারা আরো বলেন প্রবাসী গ্রুপ একদিন অনেক দূর এগিয়ে যাবে এবং তারা সব সময় প্রবাসী গ্রুপের পাশে থেকে সহযোগিতা করবেন।
পরিশেষে, প্রবাসী গ্রুপের পক্ষ থেকে যুগ্ন- আহবায়ক সংযুক্ত আরব আমিরাত থেকে সাংবাদিক জিয়াউল হক জুমন বলেন, আজ আমরা প্রবাসীরাও ভালো নেই, আমরা আমাদের দেশের কথা চিন্তা করে মাতৃভূমির কথা চিন্তা করে এলাকার অসহায় মানুষের পাশে এক ঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধা দাঁড়িয়েছি রমজানের ইফতার সামগ্রী নিয়ে, আপনারা আমাদের সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, প্রবাসী গ্রুপের পক্ষ থেকে আজকে যারা আলোচনা সভায় উপস্থিত হয়ে চুনারঘাট প্রবাসী গ্রুপ কে উৎসাহিত করেছেন তাদেরকে গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং স্বেচ্ছাসেবী হিসেবে যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদেরকেও প্রবাসী গ্রুপের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই।