বাংলা এক্সপ্রেস ডেস্কঃ বানরের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালিয়ে সফলতা পাওয়া গেছে বলে দাবি করেছে চীনের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আর এই সফলতার কারণে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে চীনের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তবে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে চীনের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম বলা হয়নি।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, চীনের ওই কোম্পানি কিছু বানরের শরীরে করোনা ভাইরাস ও এর ভ্যাকসিন দিয়ে পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায় যাদের শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তারা আক্রান্ত হয়নি। আর যাদের শরীরে করোনা ভাইরাসের প্রতিষেধক দেয়া হয়নি ওই সব বানর করোনায় আক্রান্ত হয়েছে এবং অনেক বানর করোনায় মারা গেছে।
তবে বানরের ওপর এমন পরীক্ষার সমালোচনা করে অনেক বিশেষজ্ঞ দাবি করছেন যে বানরের কিছু রোগ মানুষ থেকে আলাদা। সুতরাং এই ভ্যাকসিন মানবদেহে তেমন কাজ নাও করতে পারে।