![IMG_20200719_142441.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/07/IMG_20200719_142441.jpg)
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এটি স্পষ্ট যে চীনে সংখ্যালঘু উইঘুর তথা মুসলিম সম্প্রদায় মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে।
রবিবার বিবিসির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাব বলেন, ‘এটা স্পষ্ট যে সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য সব ঘটনাগুলো ঘটছে। আর সে কারণেই জেনেভাতে জাতিসংঘে আমরা আমাদের ২৭ অংশীদারকে সাথে নিয়ে বিষয়টি উত্থাপন করেছি চীন সরকারকে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আহবান জানাতে, হংকং এর বিষয়েও…’
অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বিবিসির সেই একই অনুষ্ঠানে বলেছিলেন যে, বেশিরভাগ উইঘুর চীনে সুখী জীবনযাপন করছে এবং চীনে জাতিগত সংখ্যালঘুদের সমানভাবেই মূল্যায়ন করা হয়।
সূত্রঃ রয়টার্স
Drop your comments: