বেজিং শহরে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীনের কর্তৃপক্ষ।
সেই সাথে বেজিংএ পেপসির একটি ফ্যাক্টরিও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেজিংএর একটি পাইকারি বাজার থেকে সংক্রমণ ছড়াতে শুরু করার পর ২২ জন আক্রান্তকে চিহ্নিত হকরা হয়েচে এবং কর্তৃপক্ষ শহরের ২০ লাখ বাসিন্দাকে টেস্ট করিয়েছে।
টাইসন ফুডস নামে মার্কিন কোম্পানিটির হিমায়িত মুরগির মাংস চীনে আমদানি করা হতো – কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের একটি উৎপাদন কারখানায় কোভিড সংক্রমণ দেখা দেবার পর আমদানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে চীনা কর্তৃপক্ষ বলছে।
এ কোম্পানির যেসব পণ্য চীনে ইতিমধ্যেই পৌঁছে গেছে তা বাজেয়াপ্ত করা হবে।
Drop your comments: