লাদাখে ভারতীয় ভূ-খণ্ডের দিকে যারা নজর দিয়েছিলেন তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ভারতের প্রধানমন্ত্রী একটি রেডিও অনুষ্ঠানে এমনটি জানান।
অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, যারা ভারতীয় ভূ-খণ্ডের দিকে নজর দিয়েছিলেন তারা উপযুক্ত জবাব পেয়েছেন। যদি ভারত কিভাবে বন্ধুত্ব রক্ষা করতে হয় সেটি জানে তাহলে কিভাবে কারো মুখোমুখি হতে হয় এবং জবাব দিতে হয় সেটিও জানে। আমাদের সাহসী সেনারা এটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে মাতৃভূমির সম্মান তারা নষ্ট করতে দেবেন না।
ভারতীয় জনগণ কিভাবে পণ্য বর্জন করে চীনের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন সেই দিকটিও অনুষ্ঠানে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। সেই সঙ্গে আহত হন ভারতীয় সেনাবাহিনীর ৭৬ জন সেনা। তবে চীন সরকারের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।