চীনের সিনোফার্ম কোম্পানির টিকার কার্যকারিতা নিয়ে শঙ্কার মধ্যে তৃতীয় ডোজ নেয়ার জন্য নাগরিকদের আহ্বান জানাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের জাতীয় জরুরি বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি বিবৃতিতে বলেছে, ‘একটি অতিরিক্ত সহায়ক ডোজ হিসেবে সিনোফার্মের তৃতীয় শট দেয়া হচ্ছে। যারা দ্বিতীয় টিকার পর ছয় মাস অতিবাহিত করেছেন তাদের তৃতীয় ডোজ নিতে বলা হচ্ছে।’
আল-জাজিরা লিখেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে টিকাটির বিষয়ে জরুরি সমর্থন আসলেও এর কার্যকারিতা নিয়ে অনেক দেশ প্রশ্ন তুলেছে।
আমিরাতে প্রথম ডোজ নেয়ার পর অনেকের শরীরে অ্যান্টিবডি তৈরি না হওয়ার প্রমাণ মিলেছিল। তবে দ্বিতীয় ডোজ নেয়ার পর সেটি তৈরি হয়েছে। ডব্লিউএইচও বলছে, এই টিকা উপসর্গ কমাতে এবং হাসপাতালে ভর্তি ঠেকাতে ৭৯ শতাংশ কার্যকর।
সিনোফার্মের মতো আরো কয়েকটি কোম্পানি তৃতীয় ডোজের কথা বলছে। তবে ঠিক কতদিন পর সহায়ক এই ডোজ প্রয়োজন তা নিশ্চিত নয়।
আগামী বছর করোনার ৩০০ কোটি টিকা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। তৃতীয় ডোজের পরিকল্পনা নিয়ে তারা এই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে।
বায়োএনটেক ও ফাইজার গতমাস থেকে করোনা টিকার তৃতীয় একটি ডোজের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যা ভাইরাসটির নতুন রূপগুলো প্রতিরোধে দরকার হতে পারে। প্রচলিত দুই ডোজ এ ক্ষেত্রে কার্যকর না হলে তৃতীয় ডোজ দেয়া হতে পারে বলে জানিয়েছে তারা।