কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সরকারি রাস্তার গাছের ডাল কর্তন করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, গত সপ্তাহে মাটিকাটা মোড় কেসি সড়কে খানকা শরিফের সামনে কুড়িগ্রাম জেলা পরিষদের এন্টি কড়াই গাছের ডাল ক্ষমতার প্রভাব খাটিয়ে কেটে নিয়ে যায় দূর্বৃত্ত্বরা। পরে স্থানীয় কাঠ ব্যবসায়ী ফরিদুলের কাছে তা বিক্রি করে। কাঠ ব্যবসায়ী ফরিদুল গাছ নিয়ে রমনা রেল ষ্টেশন এলাকায় ‘ছ’ মিলে রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ছমিলে যান। ‘ছ’ মিল মালিক রফিকুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মালিককে না পেয়ে পুলিশ ফিরে আসে।
স্থানীয়রা জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে একদল যুবক দিনে দুপুরে গাছের বিশাল আকৃতির ডাল কর্তন করেন।যার আনুমানিক মূল্য ৭০-৮০হাজার টাকা। ঘটনায় জড়িত সিন্ডিকেট চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান এলাকাবাসী।