November 5, 2024, 12:53 pm
সর্বশেষ:
আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন মৌলভীবাজারে দেখা মিলল “আয়না ঘরের” উলিপুরে ব্লাড ব্যাংকের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করে কনস্যুলেট বান্দরবানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জন গ্রেফতার করেছে পুলিশ আলফাডাঙ্গায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উখিয়ায় এনজিও কর্মী সদানন্দের বিরুদ্ধে অবৈধ প্রকল্প চালানোর অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

  • Last update: Friday, November 1, 2024

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী নারী ও পুরুষেরা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ৩.৩০মিনিটে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান পার্বত্য জেলার সকল সনাতনী সংগঠনের ব্যানারে কয়েকশত সনাতনী নারী পুরুষ ভক্ত জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা, সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত এই মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বক্তারা এই সময় আরো বলেন, দেশে কোন পট পরিবর্তন হলে সনাতনী ধর্মালম্বীদের ওপর নানাভাবে জুলুম ও অত্যাচার শুরু হয়ে যায়, আর এই সময়ে যারা সমাজে বিশৃঙ্খলা করছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং সনাতনীরা যাতে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে তার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধন আয়োজকেরা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমন দাশ, তিনি এসময় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ এর উথাপিত ৮টি দাবি উল্লেখ করেন এবং অবিলম্বে সরকারকে এই ৮টি দাবী মেনে নেওয়ায় আহবান জানান। দাবীগুলোর মধ্যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন, শারদীয় দুর্গাপূজায় ৫দিনের ছুটি প্রদান,সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা ,সংখ্যালঘু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনবার্সনের ব্যবস্থা করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করার জোর দাবি রয়েছে।

এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে সনাতনী নারী ও পুরুষেরা জয় শ্রী রাম, জয় শ্রী রাম ধ্বনিতে বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে গিয়ে কর্মসূচীর সমাপ্ত করে।

প্রসঙ্গত: বুধবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মো.ফিরোজ খান (৪৯) নামে এক ব্যক্তি ইসকনের চিন্ময় কৃষ্ণসহ আরো কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুন্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারীসহ আরো বেশ কয়েকজনের সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের নাম রয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC