চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে৷ এসব শহরে করোনাকালীন লকডাউন চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
সোমবার (৫ সেপ্টেম্বর) সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে। এরমধ্যে সিমিয়ান শহরে ১৪ জন এবং লুডিং শহরে সাতজনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার এ ভূমিকম্পে গুড়িয়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর। এর ফলে একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে পড়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই পাঁচ শতাধিক উদ্ধারকর্মীকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংসহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গেছে।