উন্নত চিকিৎসার জন্য নিরাপদে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর তিনি ব্যাংককে পৌঁছান বলে জানিয়েছেন তার ছেলে সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ। এদিন রাত সাড়ে ৯টার দিকে বিরোধী দলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান এ তথ্য জানান।
মামুন হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি নিরাপদে ব্যাংককে পোঁছেছেন বলে জানিয়েছেন সাদ এরশাদ এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দলীয় নেতাকে নিয়ে গুজব সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছেন তিনি (সাদ)।’
বিরোধী দলীয় নেতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন সাদ এরশাদ।
এর আগে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার রয়েছেন ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।
শুক্রবার বিকাল চারটার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাহগির আলমাহি সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ।