রাজবাড়ী সদর উপজেলার চরবাগমারা গ্রামে বিদেশ ফেরত এক গৃহবধূকে (৩৮) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মামলার পর গতকাল বৃহস্পতিবার বিকালে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কবিরাজ মান্নান গাইয়েন ওরফে মান্নান (৫২) ও তার সহযোগী ফারুক বিশ্বাস। মান্নান রাজবাড়ী সদর উপজেলার রায়নগর গ্রামের মৃত মোহন গাইয়েনের ছেলে ও ফারুক বিশ্বাস চরবাগমারা গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার যুগান্তরকে বলেন, বিদেশ ফেরত ওই গৃহবধূ শরীরে ব্যথা অনুভব করলে তিনি চিকিৎসকের কাছে যান। এতে করে তার ব্যথা না কমলে গত সোমবার চিকিৎসার জন্য কবিরাজ মান্নানকে নিজ বাড়িতে ডেকে আনেন গৃহবধূ। ‘রাতে চিকিৎসা করতে হবে’ বলে ওই গৃহবধূকে জানিয়ে দেন মান্নান। তার কথা অনুযায়ী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিন রাস্তার মোড় এলাকায় ওই গৃহবধূ গেলে কবিরাজ মান্নান ও তার সহযোগী ফারুক স্থানীয় একটি বিলের একটি নির্জন মাঠে নিয়ে তাকে ধর্ষণ করেন।
মামলার পর বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।