ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় কারাগারে থাকা যুবলীগ নেতা মাহবুবুল হক মনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশে মাহবুবুল হক মনিকে দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে মাহবুবুল হকসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. এএইচএম সালেকিন মামুনের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও বিভিন্ন হুমকি দেন। এরপর সবাই মিলে ওই চিকিৎসককে মারধর করেন।