তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে গেল। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলার উত্তরভাগ চা বাগানে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মুশাররফ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়, উত্তরভাগ-ইন্দানগর চা বাগানের জেনারেল ম্যানাজার শাহেদুর রহমান, উত্তরভাগ-ইন্দানগর চা বাগানের ব্যবস্থাপক মোঃ লোকমান চৌধুরী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Drop your comments: