বাংলা এক্সপ্রেস ডেস্কঃ চাল বিতরণে অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ থেকে এক চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মুখলিছ মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক। সরকারি চাল বিতরণে অনিয়ম এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৯ মে) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো. আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং সাধারণ সম্পাদক হোসাইন মো. আদিল জজ মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাকে এই ঘটনার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালকুদার ইকবাল জানান, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে সরকারি চাল বিতরণে অনিয়ম করেছেন। ফলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৮ মে ভিজিডির চাল বিতরণে অনিয়ম করার অভিযোগ পাওয়া যায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। তালিকায় সুবিধাভোগীদের নাম এবং তাদের টিপসই থাকলেও তারা ভিজিডির চাল পায়নি। এই অবস্থায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ বস্তা চাল জব্দ করে, তবে ৩০০ বস্তা চালের কোনও খোঁজ পায়নি তারা।