সরকারি চাল চুরির মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান নূরে আলম বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) ভোরে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান একথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করা শর্তে নূরে আলমের এক ঘনিষ্টজন জানিয়েছেন, সোমবার রাতে চেয়ারম্যান বাবুগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। সাংবাদিকরা যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য সব ধরনের গোপনীয়তা রক্ষা করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রসঙ্গত, ১৬ এপ্রিল রাতে র্যাব-৮ সদস্যরা নূরে আলমের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৮৪ বস্তা চাল উদ্ধার করেন। অভিযান টের পেয়ে চেয়ারম্যান ও তার দুই ভাই পালিয়ে যায়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করে। তখন থেকে নূরে আলম পলাতক ছিলেন।
এ ঘটনায় ২৩ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মমদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে তার বাড়িতে চাল মজুত করায় জেলা প্রশাসক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ করেন। অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হলো।