চার লেন হচ্ছে সিলেট-তামাবিল স্থলবন্দরের সংযোগ সড়ক। এশিয়ান হাইওয়ের গুরুত্বপূর্ণ এ অংশ বাস্তবায়নে ঋণ দিচ্ছে এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক- এআইআইবি। এ সংক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায়। বাস্তবায়ন শেষ হবে ২০২৫ সালে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব সকালে একনেক সভায় ছয়টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, ভারত থেকে কয়লা ও পাথর আমদানিতে সিলেট-তামাবিল সড়কে প্রচুর ভারী যানবাহন চলে। ২০ বছর আগে কুয়েত সরকারের অর্থায়নে সড়কটি সংস্কার করা হলেও এখন আবার বেহাল অবস্থা। তাই ৬৫ কিলোমিটার সড়ক চার লেন করা হচ্ছে। প্রকল্পের জন্য প্রায় তিন হাজার কোটি টাকা ঋণ দেবে এআইআইবি।
এদিকে, ৫৬ জেলায় খাল খনন প্রকল্পের ব্যয় ৪২৩ কোটি টাকা বাড়ছে। একনেকে আলোচনা হয়েছে আধুনিক খাদ্য সংরক্ষণাগার ও নারায়ণগঞ্জের নিষ্কাশন প্রকল্প নিয়েও।