পিএসজি-মার্শেইয়ের বিবাদে জড়ানোর ম্যাচে থুতু ছেটানোর অপরাধে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ডি মারিয়াকে।
১৪ সেপ্টেম্বর অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচে বিবাদে জড়িয়ে লালকার্ড দেখেছিলেন নেইমার সহ পিএসজির তিন আর মার্শেইয়ের দুই ফুটবলার। কিন্তু ম্যাচ শেষে মার্শেই কোচ আন্দ্রে ভিলাস বোয়াস অভিযোগ করেন তার দলের ফুটবলার আলভারো গঞ্জালেসের গায়ে থুতু দিয়েছেন ডি মারিয়া। তদন্ত করে সেই অভিযোগের সত্যতা পেয়েছে লিগ কর্তৃপক্ষ। থুতু ছেটানো করোনা গাইডলাইনে গুরুতর অপরাধ। তাই চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ডি মারিয়াকে।
এই আর্জেন্টাইনের নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৯ সেপ্টেম্বর থেকে। তাই রোববার রেঁসের বিপক্ষে খেলতে পারবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে এরপরের চার ম্যাচে মাঠে নামতে পারবেন না ডি মারিয়া।
Drop your comments: