চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে বুধবার রাতে আমিরাতে পৌঁছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুল ধরবেন এ কে আব্দুল মোমেন। ১৩ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ৮ মার্চ সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে, সফরের বিস্তারিত কর্মসূচি এখনও নির্ধারণ করা হয়নি।
প্রধানমন্ত্রীর সফরকালে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হবে।
Drop your comments: