যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চারটি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিং রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়। জয়ী হওয়ার দৌঁড়ে জনমত জরিপে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
এ বছর করোনা মহামারির কারণে অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছেন ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে ১.৫ শতাংশ পয়েন্টে হেরেছিলেন।
মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভিড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।
জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েল ক্লিয়ার পলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০ দশমিক ২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি। ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনের নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটারদের উপস্থিতি ব্যাপক। ভোটকেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।