তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামসহ দুই আসামিকে কারাগারে প্রেরণ করেছে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (১৮ মে) নির্ধারিত তারিখে চার্জসীটভুক্ত দুই আসামি শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউল হক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ জারি করেন।
আদালত সূত্র মতে জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ গার্লস হাইস্কুলের প্রাক্তন শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে গত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের পরিকল্পনায় ও নির্দেশে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই হাসপাতালে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/২১) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসেইন দীর্ঘ তদন্ত শেষে আপ্তাব উদ্দিন হত্যায় সম্পৃক্ততার প্রমাণ পেয়ে রিপন খাঁন, শাব্বির আহমদ, নিহতের ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, জসিম খাঁন ও লায়লা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বুধবার ধার্য তারিখে চার্জসীটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত পুলিশের জি.আর.ও পিযুষ কান্তি দাস চাঞ্চল্যকর আপ্তাব উদ্দিন হত্যা মামলার দুই আসামী প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদকে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর আদেশ প্রদানের সত্যতা স্বীকার করেছেন।