করোনাভাইরাসের কারণে চাকরির ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব। এ বছর অন্তত ২৫ কোটি মানুষ চাকরি হারাবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, ‘আবারও চাকরি পেতে লাখ লাখ মানুষকে নতুন দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে তাদের পুরনো পেশায় ফিরে যেতে হবে। কারণ এখন আরও বেশি ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দেবে বিভিন্ন দেশ।’
বিশ্বজুড়ে কর্মক্ষমদের দক্ষ করে তুলতে আড়াই কোটি মানুষকে এ বছর প্রশিক্ষণ দেবে বলে এক ঘোষণায় জানিয়েছে মাইক্রোসফট। চাকরি প্রার্থীদের সহায়তার অংশ হিসেবে প্রকল্পটির আওতায় প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে। মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন-এর মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।
অবশ্য মাইক্রোসফটের প্রেসিডেন্ট এটাও স্বীকার করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের অনেক চাকরিই ডিজিটালাইজ করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে কাজের ধরনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সব চাকরি ডিজিটালাইজ করা যাবে না, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে।’
ব্র্যাড স্মিথের কথায়, ‘আমরা ইন্টারনেট বৈষম্যের দুনিয়ায় বাস করছি। এ নিয়ে যদি কিছু না করা যায় তাহলে অন্যান্য বৈষম্য আরও বেড়ে যাবে। এই সমস্যার সমাধান শুধু একটি সরকার বা একটি প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব নয়। তবে আড়াই কোটি মানুষকে প্রশিক্ষণ দিতে পারলে আমাদের মনে হবে যে, আমরা নিজেদের কাজটুকু করেছি।’
সূত্র : বিবিসি