চাঁদের সূর্যোলকপৃষ্ঠে পানির সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। একই সময় আরেকটা গবেষণার প্রতিবেদন বলছে, চাঁদের প্রায় ৪০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছায়া খুজে পাওয়া গেছে যেখানে পানির অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা তাদের।
নাসার জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিভাগের পরিচালক পাউল হার্টজ বলেন, সোফিয়া খুব অল্প পরিমাণ পানির সন্ধান পেয়েছে চাঁদে। এই পানির পৃথক অনুগুলো চাঁদের সূর্যপৃষ্ঠের দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে চাঁদের মাটির প্রতি ঘনমিটারে গড়ে ১২ আউন্সের এক বোতল পানি হতে পারে। তবে মাটি গুলো পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমীর চেয়েও শুঙ্ক।
পাউল হার্টজ বলেন, এই আবিষ্কারের মাধ্যমে আরও বড় পরিসরে গবেষণার সুযোগ তৈরি হলো। প্রথমত, আমরা চাই, এই পানি চাঁদের কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে তা জানতে। এছাড়া, পানি অন্য কোন জায়গা থেকে যাওয়া-আসা করছে নাকি স্থির আছে সেটাও দেখতে চাই।
নাসা জানায়, এই পানির বেশ কিছু মৌলিক বিষয় রয়েছে, যা সম্পর্কে এখনও অজানা বিশ্ব। সেই গুলোই জানা প্রয়োজন। তবে এই পানি ব্যবহার যোগ্য কি না, সে সম্পর্কে কিছুই জানায়নি নাসা।