রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা। অ্যাম্বুলেন্সের অভাবে পথেই সন্তান জন্ম দিয়েছেন প্রসূতি। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন কেউ কেউ। তাই এইসব সমস্যার সমাধানে ইউনিয়নের বাসিন্দারা নিজেদের টাকায় নতুন একটি অ্যাম্বুলেন্স কিনেছেন।
বুধবার (১৮ মার্চ) বিকালে ইউপি কার্যালয় চত্বরে এই অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা অ্যাম্বুলেন্স কেনার জন্য টাকা দিয়েছিলেন তাদের প্রত্যেককে চিঠি দিয়ে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের একটি করে গোলাপ দিয়ে অভিনন্দন জানানো হয়।
Drop your comments: