![InShot_20210530_130501334](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/05/InShot_20210530_130501334-scaled.jpg)
করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে ৬ই জুন পর্যন্ত করেছে সরকার।
আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পূর্বের সকল বিধিনিষেধ থাকবে বহাল থাকবে বলেও জানানো হয়। এর আগে আজ রোববার মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের সময় ছিল। আজ দুপুরে নতুন প্রজ্ঞাপন জারি করে পরবর্তী সাত দিন সময় বাড়ানো হলো।
চলমান বিধিনিষেধ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সব ধরনের গণপরিবহন চালু রয়েছে। খোলা রয়েছে হোটেল, রেস্তুরা, দোকানপাট, শপিংমল।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা দফায় দফায় বাড়ানো হলেও মানুষের জীবন-জীবিকার তাগিদে কিছু শর্ত শিথিল করে দেয়া হয়।।